ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাস্ক কেলেঙ্কারি

তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছে হাইকোর্ট

প্রকাশিত: ২৩:২২, ১৯ মে ২০২০

তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জেএমআই গ্রুপের এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেছেন হাইকোর্ট। পাশাপাশি মামলাটি শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপনার জন্য বলেছে আদালত। অন্যদিকে করোনাভাইরাস মোকাবেলায় শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এন-৯৫ মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ হুমাযুন কবির পল্লব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। করোনা মোকাবেলায় পরামর্শক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ॥ করোনাভাইরাস মোকাবেলায় শিশু বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এ রিট দায়ের করেন।
×