ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাইব্যুনালে ৩০ মামলা নিষ্পত্তির অপেক্ষায়

আদালতে পাহাড়সম মামলা ॥ ভোগান্তি বেড়ে যাচ্ছে

প্রকাশিত: ২২:৩৮, ২৮ এপ্রিল ২০২০

আদালতে পাহাড়সম মামলা ॥ ভোগান্তি বেড়ে যাচ্ছে

বিকাশ দত্ত ॥ উচ্চ আদালতসহ নিম্ন আদালতে বর্তমানে প্রায় পাহাড়সম মামলা। বিচারক সঙ্কট, সাক্ষীদের গড় হাজিরসহ নানা কারণে বছরের পর বছর ধরে মামলা ঝুলে আছে। ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। মামলার কারণে বিচারপ্রার্থীরা নিঃস্ব হয়ে পড়ছে। এমনও মামলা আছে নিষ্পত্তি করতে প্রজন্মের পর প্রজন্ম চলে যায়। আদালত সূত্রে জানা গেছে, উচ্চ আদালত ছুটির পর পরই এ সমস্ত মামলা শুনানির জন্য কজলিস্টে আসতে পারে। করোনার কারণে বর্তমানে আদালত বন্ধ রয়েছে। আগামী ৫ মে উচ্চ আদালতসহ সমস্ত আদালত খুলবে। তখন চাঞ্চল্যকর মামলাগুলোর শুনানি হবে বলে জানা গেছে। বর্তমানে আপীল বিভাগ ও হাইকোর্টে বেশকিছু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আপীল বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ-ের বিরুদ্ধে ৩০টি মামলা আপীল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা থেকে জানা গেছে অন্তত ৭৩৫টি মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। বতর্মানে উচ্চ আদালতসহ নিম্ন আদালতে প্রায় ৩৭ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এদিকে ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ডেথ রেফারেন্স (মৃত্যুদ-াদেশ অনুমোদন) ও আসামিদের করা আপীল এবং জেল আপীল শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানির জন্য ইতোম্যধ্যে এটি হাইকোর্টে কার্য তালিকায় উঠেছিল। ছুটি শেষ হওয়ার পর কোর্ট খুললেই নুসরাতের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে সুপ্রীমকোর্টে জানা গেছে। অন্যদিকে হবিগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ও কায়সার বাহিনীর প্রধান সৈয়দ মোহাম্মদ কায়সারের ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- বহালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষায় রয়েছে। এছাড়া উচ্চ আদালত খুললেই এটিএম আজাহারুল ইসলামের দ-ের বিরুদ্ধে রিভিউ করা হবে। এছাড়া বিডিআর হত্যা মামলায় হাইকোর্টেও রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপীল, রমনার বটমূলে বোমা বিস্ফোরণ মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা, নারায়ণগঞ্জ সাত খুনের মামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলা, হরতালের সময় বিশ্বজিৎ হত্যা মামলা, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, রাজন হত্যা মামলা, রবিব হত্যা মামলা, কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখার মামলাসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বেশ কয়েকটি মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আপীল শুনানির অপেক্ষায় রয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় সুপ্রীম কোর্টসহ দেশের সব আদালত তিন দফায় ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ এপ্রিল প্রথমবারের ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন। কনফারেন্সে সংযুক্ত ছিলেন সুপ্রীমকোর্টের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি। সভায় আগামী ৫ মে পর্যন্ত বাংলাদেশ সুপ্রীমকোর্টেও উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ ও বাংলাদেশ সুপ্রীমকোর্টেও রুলস কমিটি পুনরায় গঠনের সিদ্ধান্ত হয়।
×