ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে ॥ বর ও ইমামের দণ্ড

প্রকাশিত: ০০:৪২, ২৬ এপ্রিল ২০২০

বাল্যবিয়ে ॥ বর ও ইমামের দণ্ড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় বাল্যবিয়ে বন্ধ করে বরকে সাতদিনের কারাদ- দেয়া হয়েছে। এ সময় বিয়ে পড়ানোর অভিযোগে এক ইমামকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার চেওরাইদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ওই দ- দেন। ইউএনও জানান, কাপাসিয়া উপজেলার চেওরাইদ এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে তার ৭ম শ্রেণী পড়ুয়া মেয়ের মোসা. হেলেনার (১৫) সঙ্গে একই উপজেলার সিংহশ্রী এলাকার নুরুল ইসলামের বেকার ছেলে ফাহিম কাইয়্যার (২১) বিয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হচ্ছে। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাহিম কাইয়্যাকে সাতদিনের বিনাশ্রম কারাদ- এবং রেজিস্ট্রিবিহীন ধর্মীয় রীতিতে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে স্থানীয় ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×