ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুস্থ হওয়ার পর ‘ফের করোনা আক্রান্ত’ খতিয়ে দেখবে ডব্লিউএইচও

প্রকাশিত: ০৮:৪৬, ১৩ এপ্রিল ২০২০

 সুস্থ হওয়ার পর ‘ফের করোনা আক্রান্ত’ খতিয়ে দেখবে  ডব্লিউএইচও

সুস্থ হয়ে উঠেছেন বলে মনে হওয়ার পরও কিছু কোভিড-১৯ রোগীর দেহে ফের নোভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের তথ্য পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিছু কোভিড-১৯ রোগী নোভেল করোনাভাইরাস মুক্ত হয়েছেন, পরীক্ষায় এমনটি নিশ্চিত হওয়ার পর যখন তাদের হাসপাতাল থেকে ছাড়ার কথা বিবেচনা করা হচ্ছে, তখন আবার পরীক্ষায় তাদের দেহে নতুন করে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে; দক্ষিণ কোরিয়া এমন কিছু ঘটনার তথ্য পেয়েছে জেনেভাভিত্তিক জাতিসংঘের সংস্থাটি। এ সম্পর্কিত প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হবে বলে শনিবার জানিয়েছে ডব্লিউএইচও। শুক্রবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ৯১ রোগী নতুন করোনাভাইরাসটি মুক্ত হয়েছেন বলে ভাবা হচ্ছিল কিন্তু পরীক্ষায় তাদের দেহে ফের ভাইরাসটি শনাক্ত হয়েছে। কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক জিয়ং ইউন কিয়ং এক ব্রিফিংয়ে বলেছেন, ওই রোগীরা সম্ভবত নতুন করে আক্রান্ত হননি বরং ভাইরাসটিই ‘ফের সক্রিয়’ হয়েছে। ডব্লিউএইচও সিউলের কাছে এ সংক্রান্ত প্রতিবেদনগুলো চেয়ে পাঠিয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘কিছু রোগীকে কোভিড-১৯ এর জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ব্যবহার করে পরীক্ষার পর নেগেটিভ এসেছিল, কিন্তু কিছু দিন পর আবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে, এই প্রতিবেদনগুলোর বিষয়ে আমরা জেনেছি। আমরা আমাদের ক্লিনিকাল বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে সহযোগিতা করছি এবং এসব ব্যক্তির ঘটনাগুলোর বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করছি। যখন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে তখন কঠোরভাবে প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। - ওয়েবসাইট
×