ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেশি দামে পণ্য বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৯:৩৪, ২৮ মার্চ ২০২০

 বেশি দামে পণ্য বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বিক্রয়মূল্যে কারসাজি, মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বৃহৎ চাল-পেঁয়াজের বড় আড়ত পুরান ঢাকার বাবুবাজার ও শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে পাঁচটি টিম অভিযান পরিচালনা করে। এর মধ্যে ভোক্তা অধিদফতরের তিনটি টিম ও অধিদফতরের কর্মকর্তার সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি মনিটরিং টিম ছিল। তদারকির টিমগুলো চাল ও পেঁয়াজের বড় আড়ত, শিশু খাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের খুচরা প্রতিষ্ঠানসহ ঢাকার ১২টি বাজারে অভিযান পরিচালনা করে।
×