ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

প্রকাশিত: ০১:৩৪, ২৭ মার্চ ২০২০

হাতিয়ায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা

নিজস্বসংবাদদাতা, হাতিয়া ॥ হোম কোয়ারেন্টাইন অমান্য করায় বিদেশ ফেরত একজনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বাড়ীতে অন্য লোক না থাকায় অভিযুক্ত ব্যক্তির পকেটে থাকা সে টাকা গ্রহন করতে গিয়ে বিপাকে পড়েন ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট মো: সারোয়ার সালাম। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পশ্চিম সোনাদিয়া গ্রামে। জানাযায়, ভ্রাম্যমান আদালতের মেজিষ্ট্রেট এর নিকট সংবাদ আসে বিদেশ ফেরত একজন হোম কোয়রেন্টাইন অমান্য করে বাজারে ঘুরাফিরা করছে। তাৎক্ষনিক মেজিষ্ট্রেট তার বাড়ীতে গিয়ে ঘটনার সত্যতা পান। এসময় হোম কোয়রেন্টাইন অমান্য করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের আদেশের পর অভিযুক্ত ব্যাক্তি পকেট থেকে টাকা দিতে গেলে মেজিষ্ট্রেটের সাথে থাকা লোকজন তা হাতদিয়ে গ্রহন করতে অস্বিকৃতি জানায়। পরে এ সময় উপস্থিত থাকা উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোজাহার উদ্দিন তার পকেটে থেকে জরিমানার টাকা দিয়েদেন। অভিযুক্ত নবির উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সে ১৭মার্চ ওমান থেকে দেশে ফিরেন। হাতিয়াতে উপজেলা প্রশাসনের তথ্যমতে এ পর্যন্ত ১শত ৫৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদের হোম কোয়রেন্টাইন নিশ্চিত করার জন্য প্রতিদিনিই প্রশাসন বাড়ী বাড়ী গিয়ে খোজ নিচ্ছে।
×