ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:৪২, ২২ মার্চ ২০২০

দুই নারী মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে, রুবি আক্তার (৩৫) এবং মোমেনা খাতুন (৪০)। র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ীর ফারুক সরকারের খাবার হোটেলের সামনে অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এ সময় দুই নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ ও একটি হ্যান্ড পার্টস জব্দ করা হয়। ভিসা এ্যাপয়েন্টমেন্ট বাতিল জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের কারণে ঢাকার মার্কিন দূতাবাস সব নিয়মিত ইমিগ্র্যান্ট ও নন ইমিগ্র্যান্ট ভিসা এ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। যত শীঘ্রই সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করা হবে। তবে কোন সুনির্দিষ্ট তারিখ এখনই জানাতে পারছে না দূতাবাস। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা দেয়া অব্যাহত রাখবে দূতাবাস। পাসপোর্ট ও বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) এ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্য এ্যাপয়েন্টমেন্ট সিডিউল পেতে অনুগ্রহ করে [email protected] এ ঠিকানায় ই-মেইল করতে অনুরোধ করা হয়েছে।
×