ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ভাষার গানের মালা

প্রকাশিত: ০৭:৪৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০

  বাংলা ভাষার গানের মালা

চাঁদের বাটি উপুড় ক’রে রাত্রি ঢালে জ্যোৎস্নেধারা বাগানভরা ফুলের মতো মিষ্টি হাসে লক্ষতারা টুকটুকে লাল জামা পরে নতুন আলোর প্রভাত আসে মুক্তো জ্বলে, মানিক জ্বলে- শিশির আঁকা পাতায়-ঘাসে মাঠে মাঠে সবুজ আঁচল মায়ের স্নেহ আদর মাখা নদীর জলে মেঘের ছায়া চোখে যেন সুরমা আঁকা বনবাদাড়ে পাখির মেলা ঝোপের খোঁপায় কুসুম ডালা কী আনন্দ! সবার গলায় বাংলা ভাষার গানের মালা
×