ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মসমর্পণকৃত ৯৭ ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন

প্রকাশিত: ০৪:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

আত্মসমর্পণকৃত ৯৭ ইয়াবা কারবারির বিরুদ্ধে চার্জ গঠন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণকরা ১০২জন ইয়াবা কারবারির মধ্যে ৯৭জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এসটি মামলা নং-৩৫৪/২০ শুনানি শেষে চার্জ সংগঠন করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। এই মামলার ১০২ জন আসামির মধ্যে রাসেল নামে এক আসামি ইতোপূর্বে মারা যান। চার জন অসুস্থতাজনিত কারণে কারা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে উপস্থিত হন নি। উল্লেখ্য ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছিল। অনুষ্ঠানে সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশে তৈরি বন্দুক এবং ৭০টি গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন তারা। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও এ্যাডভোকেট মো: মহিউদ্দিন। পিপি ফরিদুল আলম বলেন, ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং একই আসামিদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনে আরও একটি মামলা (এসপিটি মামলা নং-৭৩/২০) একমাস পর শুনানি শেষে চার্জ গঠন করা হবে।
×