ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ ফেব্রুয়ারি ॥ দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক কারবারি শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৪) নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মাঠের মধ্যে তোফাজ্জেল হোসেনের পান বরজের পাশে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটেছে। নিহত শহিদুল ইসলাম ওরফে শহিদ দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামের মানিক আলীর ছেলে। শহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে। তবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শহিদের স্ত্রী তানিয়া খাতুন দাবি করেছেন, তার স্বামী শহিদ, শ্বশুর মানিক আলী ও দেবর লালনকে মঙ্গলবার বিকেল ৪টার দিকে জামালপুর গ্রামের একটি দোকান থেকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যায়। এ সময় ডিবি পুলিশের সঙ্গে একই এলাকার আলতাব হোসেনের ছেলে রোকন ছিল। সে শহিদকে ধরিয়ে দিতে সহায়তা করেছে। পরে রাতে ‘বন্দুকযুদ্ধ’ দেখিয়ে তার স্বামী শহিদকে হত্যা করা হয়। স্বামীকে হত্যা করা হলেও শ্বশুর ও দেবরকে এখনও ছাড়া হয়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, দু’দল মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক দল বাগোয়ান গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে এ জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। বাকৃবিতে প্রাণী চিকিৎসক সম্মেলন কাল বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রাণী চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সঙ্গে সম্পৃক্তদের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুক্রবার শুরু হবে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এ্য্ন্ড রিসার্চের (বিএসভিইআর) এই সম্মেলনের আয়োজন করছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম। এই বছর ‘ভেটেরিনারি পেশায় উদ্যোক্তা সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বৈজ্ঞানিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার ক্যালেনটন বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. আযম খান বিন গরিমন খান। জাপান ও ভারত থেকে আগত গবেষকরা ‘ প্রাণীর রোগ নির্ণয়ের সর্বাধুনিক গবেষণা ও প্রযুক্তি’ নিয়ে আলোচনা করবেন। বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি ॥ দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গার তীরে গড়ে উঠা ইট বালু পাথর কয়লা ব্যবসা বন্ধে বুধবার অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ। বুধবার সকালে অভিযানের মাধ্যমে নদীর তীরে রাখা বালু পাথর কয়লা জব্দ করা হয়। পরে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে এগুলো ২৬ লাখ টাকায় বিক্রি করে দেয়া হয়। এছাড়াও এসব ব্যবসা নিয়ন্ত্রণের জন্য গড়ে উঠা বেশ কয়েকটি গদি ঘর উচ্ছেদ করা হয়েছে। বিআইডাব্লিউটিএ’র অভিযানের সময় কয়েকজন ব্যবসায়ী ও তাদের সহযোগীরা বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় হায়াত আলী ভান্ডারী, মোঃ হালিম, দেলোয়ার, রুবেলসহ ৫ জনকে আটক করা হয়। পরে হায়াত আলীকে ১ লাখ, হালিমকে ৫০ হাজার, দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেয়া হয়েছে। চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে নিহত এক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর হালিশহর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম অরুণ শীল (৫৮)। বুধবার সকালে হালিশহর আশ্চার্যপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, অরুণ শীলের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশী সাধন শীলের পরিবারের। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অরুণ শীল বাসা থেকে বের হয়ে আক্রান্ত হন। লোহার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি। খবরটি ৯৯৯ নম্বরে পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে অরুণ শীলকে মৃত ঘোষণা করেন।
×