ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘি থিয়েটারের ‘অতঃপর সখিনা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 আদমদীঘি থিয়েটারের ‘অতঃপর সখিনা’ মঞ্চস্থ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী ‘দুই বাংলার নাট্য উৎসব-২০২০’ বুধবার রাতে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ এমডি মনোয়ার হোসেন। মুজিববর্ষ পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু। উৎসবের উদ্বোধনী দিনে আদমদীঘি গ্রাম থিয়েটারের ‘অতঃপর সখিনা’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটি দেখে মুগ্ধ হয়েছেন হাজারও দর্শক। পরদিন বৃহস্পতিবার একই সময় পরিবেশিত হয় আহির বাংলা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালাগান ‘খোয়াব জানের পালা।’ এদিন আদমদীঘি থিয়েটারের সহ-সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনার সভার প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যততত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ। বিশেষঅতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারে সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না-সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। শুক্রবার একই মঞ্চে ও সময়ে পরিবেশিত হয় নাটক ‘সেকেন্ড ওপিনিয়ন’। পরিবেশন করে বৃত্তান্ত, যাদবপুর, পশ্চিমবঙ্গ, ভারত। এদিনের আলোচনাসভার সভাপতি ছিলেন আদমদীঘি থিয়েটারের সহ-সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন রশিদ, জেলা পরিষদ সদস্য মঞ্জুয়ারা বেগম এবং এসএম জাহিদুর বারী।
×