ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চলতি মাসে ২৯ পুলিশ সদস্য পুরস্কৃত

প্রকাশিত: ১১:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 চলতি মাসে ২৯ পুলিশ সদস্য পুরস্কৃত

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসে ঢাকা রেঞ্জের ক্রাইম কনফারেন্সে উত্তম কাজের জন্য ২৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমানের সভাপতিত্বে রবিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ২৯ অফিসার ও ফোর্সসহ তিনজন চৌকিদারকে পুরস্কৃত করা হয়। জানুয়ারি মাসে নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, টাঙ্গাইল জেলার (গোপালপুর) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমির খসরুকে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মুজিবুর রহমানকে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেয়া হয়।
×