ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুভেন্টাসের জয় দিবালা ঝলকে

প্রকাশিত: ১০:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২০

  জুভেন্টাসের জয় দিবালা ঝলকে

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার ১০ জনের দলকে ২-০ গোলে হারায় জুভেন্টাস। দুই অর্ধে একটি করে গোল করেন পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো। লীগে গত ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল ভেরোনার মাঠে। এবার জয়ে ফেরার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল জুভেন্টাস। গত বৃহস্পতিবার ইতালিয়ান কাপে সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলানের মাঠে ১-১ গোলে ড্র করেছিল টানা আটবারের সিরি’এ চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন এনে মাঠে নামে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম দিয়ে আক্রমণের নেতৃত্বে আনা হয় আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইনকে। অধিকাংশ সময় বলের দখল রাখলেও আক্রমণের শেষ ধাপে গিয়ে সুবিধা করতে পারছিল না জুভেন্টাস। ৩২ মিনিটে হিগুয়াইনের কাটব্যাক ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন দিবালা। ৩৭ মিনিটে এ্যারন রামসেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রেসসিয়ার ফরোয়ার্ড ফ্লোরিয়ান আইয়া। ডি-বক্সের সামান্য বাইরে পাওয়া সেই ফ্রি-কিক থেকে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন পাওলো দিবালা। আর্জেন্টাইন ফরোয়ার্ড দারুণ ফ্রি-কিকে গোল করলে জুভেন্টাস ম্যাচটা জিতে যায় অনায়াসে। লীগের শিরোপা দৌড়ে এটা গুরুত্বপূর্ণ জয়। এতে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে জুভেন্টাস। ৩২ মিনিটে দিবালা দারুণ এক সুযোগ নষ্ট করেন, পোস্টের দশ গজ দূরে হিগুয়াইনের কাটব্যাক পেলেও দিবালা ডান পায়ের শটটা পোস্টে রাখতে পারেননি। তবে ৩৭ মিনিটে একসঙ্গে দুটি ধাক্কা খেয়েছে ব্রেসিয়া। ৩৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা ব্রেসিয়া ডিফেন্ডার ফ্লোরিয়ান চার মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয় হলুদ কার্ডটা তিনি দেখেছেন বক্সের ঠিক বাইরে জুভেন্টাস মিডফিল্ডার এ্যারন রামসেকে ফাউল করে। সেই ফ্রি-কিক থেকেই গোল করেন দিবালা। বক্সের ডানদিকে ফ্রি-কিকটা পেয়েছিলেন দিবালা, বাঁকানো শটটা জালে জড়িয়েছেন পোস্টের বাঁ কোণ ঘেঁষে। রোনাল্ডো ছিলেন না। সেই ম্যাচে দিবালার এমন জ্বলে ওঠা হয়তো দলটির সমর্থকদের কাছে পরিচিত ঘটনা। মৌসুমে এ নিয়ে রোনাল্ডোহীন ৬ ম্যাচে জুভেন্টাসের হয়ে ৬ গোল করেছেন দিবালা। আর করিয়েছেন আরও একটি। এদিনও জুভেন্টাসের যা কিছু ভাল, প্রায় সবকিছুতেই জড়িয়ে ছিলেন দিবালা। দ্বিতীয়ার্ধে অবশ্য ব্যবধান আরও বড় করতে পারত জুভেন্টাস। কিন্তু সেটা হয়নি গোল মিসের কারণে। যদিও এই গোল মিসের মাঝে ৭৫ মিনিটে জুভেন্টাসের দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ । বক্সের বাঁ কোণ দিয়ে ঢুকে কুয়াদ্রাদো বল দেন বদলি হিসেবে নামা মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিকে। ফরাসী মিডফিল্ডারের দুর্দান্ত ব্যাক-ফ্লিক আবার খুঁজে নেয় কুয়াদরাদোকে। কলম্বিয়ান উইঙ্গারের ঠান্ডা মাথার ফিনিশিং উচ্ছ্বাসে ভাসায় পুরো জুভেন্টাস স্টেডিয়ামকে। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক রোনাল্ডোকে বিশ্রামে রেখে কি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন জুভেন্টাস কোচ। তবে এ নিয়ে পর্তুগীজ সুপারস্টার গোস্বা না করলেই হয়।
×