ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে বাল্যবিয়ে পন্ড

প্রকাশিত: ০৮:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 নোয়াখালীতে বাল্যবিয়ে পন্ড

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১৭ ফেব্রুয়ারি ॥ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের তৎপরতায় প- হলো ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বাল্যবিয়ে। সোমবার দুপুরের দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, আগামীকাল ওই ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। এ জন্য কনের নানি তার নানার বাড়ি থেকে তাকে লক্ষ্মীপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তৎপরতায় ওই শিক্ষার্থীর মাদ্রাসা থেকে প্রায় দুই থেকে তিন শ’ ছাত্রছাত্রী বাল্যবিয়ে বিরোধী স্লোগান দিয়ে কনেপক্ষের বাড়ি ঘেরাও করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ একাধিক উপজেলা প্রশাসনের কর্মকর্তা ওই শিক্ষার্থীর বাড়িতে উপস্থিত হয়ে কনের অভিভাবকদের বুঝিয়ে কনেকে লক্ষ্মীপুর তার আত্মীয় বাড়ি থেকে আবার নানার বাড়িতে হাজির করে এবং বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ সময় তার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেয়া যাবে না মর্মে অভিভাবকদের থেকে মুচলেকা নেয়া হয়।
×