ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় শিক্ষক হত্যার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ১২:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোনায় শিক্ষক হত্যার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ ফেব্রুয়ারি ॥ জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল চৌধুরীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার মদন উপজেলা সদরে বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন: মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় মামলার অগ্রগতি বিষয়ে শিক্ষকদের অবহিত করেন তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম। মানববন্ধন ও সমাবেশ শেষে একই দাবিতে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। জানা গেছে, গত ২৭ জানুয়ারি সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশ সদর উপজেলার কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে উজ্জ্বল চৌধুরীর লাশ উদ্ধার করে। কোনাপাড়া গ্রামে তার শ^শুরবাড়ি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তার স্ত্রী মনি আক্তার, শাশুড়ি ললিতা আক্তার, শ^শুর আব্দুল হাই, শ্যালক রাজিব ও আরিফকে আটক করেছে। উজ্জ্বল চৌধুরীর ভাই আনোয়ারুল ইসলাম ওরফে জুয়েল চৌধুরী বাদী হয়ে এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
×