ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেব ॥ শ্রিংলা

প্রকাশিত: ১২:৫২, ৩০ জানুয়ারি ২০২০

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেব ॥ শ্রিংলা

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক প্রথা অনুযায়ী ভারতের বহুমাত্রিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রত্যাশায় রয়েছি। একই সঙ্গে আমাদের প্রতিবেশীদের সঙ্গে উন্নয়নমূলক ও অর্থনৈতিক যোগযোগ বৃদ্ধি, বিশ্বের বৃহৎ শক্তির সঙ্গে সমন্বয়, মুক্ত সমাজ নির্মাণের হুমকি হিসেবে সন্ত্রাসবাদ মোকাবেলায় জোর দেব। বুধবার ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পরে হর্ষবর্ধন শ্রিংলা তার প্রতিক্রিয়ায় একথা বলেন। খবর বাংলানিউজের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, নবনিযুক্ত পররাষ্ট্র সচিব শ্রিংলা বলেছেন, বহুপাক্ষিক কূটনীতিক ধারা বজায় রাখতে চাই। ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তিন বছর হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে গত বছর ৭ জানুয়ারি ঢাকা থেকে বিদায় নেন। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যান। ঢাকায় আসার আগে তিনি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বুধবার ভারতের সদ্য বিদায়ী পররাষ্ট্র সচিব বিজয় গোখলের পদে স্থলাভিষিক্ত হলেন।
×