ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষি খাসজমি ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন

প্রকাশিত: ১১:০৮, ৩০ জানুয়ারি ২০২০

কৃষি খাসজমি ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ কৃষি খাসজমি ব্যবস্থাপনায় নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৭ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী ২৮ সদস্যের এই জাতীয় কমিটিতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে সভাপতি করা হয়েছে। ভূমি মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব মোঃ মাসুদ করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ২৮ জানুয়ারি জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আট সংসদ সদস্য এ কমিটিতে সদস্য হিসেবে রেখেছে ভূমি মন্ত্রণালয়। তারা হলেনÑ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), মোঃ আব্দুল মজিদ খান (হবিগঞ্জ-২), মনজুর হোসেন (ফরিদপুর-১), মোঃ ফরিদুল হক খান (জামালপুর-২), মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪), সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়া-৪), রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১)। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন, জননিরাপত্তা বিভাগের সচিব, ভূমি সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডর চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, আট বিভাগের আট বিভাগীয় কমিশনার। জাতীয় পর্যায়ের কৃষক সংগঠনের দুই প্রতিনিধিকে এ কমিটির সদস্য রাখা হয়েছে। তারা হচ্ছেনÑ বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র এবং আহমেদুর রশীদ চৌধুরী (হিরু)। এ কমিটির সদস্য সচিব হচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (খাসজমি)।
×