ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে ৯ পদে ভিসিপন্থীদের জয়লাভ

প্রকাশিত: ১১:৪৭, ২৮ জানুয়ারি ২০২০

জাবি শিক্ষক সমিতির নির্বাচনে ৯ পদে ভিসিপন্থীদের জয়লাভ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন-২০২০-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন। অধ্যাপক ড. এ এ মামুন উপাচার্যপন্থী প্যানেল আওয়ামী লীগের একাংশ ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং অধ্যাপক মোহাম্মাদ আমজাদ হোসেন উপাচার্য বিরোধী প্যানেল আওয়ামী লীগের একাংশ, বিএনপি এবং বামপন্থীদের ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার সকাল সাড়ে নয়টা হতে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পর্ষদের ১৫ পদের বিপরীতে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ এবং ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫ পদের ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ পেয়েছে ৯টি এবং ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ৬টি। নির্বাচনে উপাচার্যপন্থী প্যানেল ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদপ্রার্থী ছাড়াও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদপ্রার্থী অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী অধ্যাপক মোতাহার হোসেন। সদস্য পদপ্রার্থীদের মধ্যে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক ইসমত আরা, অধ্যাপক বশির আহমেদ, সহকারী অধ্যাপক মাহ্ফুজা খাতুন, সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক হুসাইন সায়েম।
×