ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন : সেলিম ওসমান

প্রকাশিত: ০৯:০২, ২৭ জানুয়ারি ২০২০

বর্তমান সরকার জনগণের  কল্যাণে কাজ করে যাচ্ছেন : সেলিম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয়পার্টি দলীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ তীর্থ স্থান লাঙ্গলবন্দ পূণ্যস্নান এলাকার উন্নয়নসহ আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবনা দেয়া হয়। এর কিছুদিন পরই প্রধানমন্ত্রী সেই প্রকল্পের অনুমোদন দেন। তিনটি দফতর থেকে প্রায় ১২’শ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছে। যার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেয়া প্রকল্পের জন্য প্রায় ১২১ কোটি টাকার প্রকল্পের বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সোমবার দুপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ স্থান লাঙ্গলবন্দ পূণ্যস্নান এলাকায় সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও হিন্দু নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। মতবিনিমিয় সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মামুন, বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকুসদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, সাধারাণ সম্পাদক সম্পাদক সুজিত সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সেলিম ওসমান বলেন, জনগণের জন্যই লাঙ্গলবন্দে এই উন্নয়নের প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। কিন্তু কাজ করতে গিয়ে নানান রকম জটিলতা সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট দফতরগুলো কাজ করার জন্য জায়গা ছাড়ছেন না ফলে সরকারের যথেষ্ট স্বদিচ্ছা থাকার পরও উন্নয়ন থমকে আছে। এই এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। জনগণের কাজ করার জন্য। রাষ্ট্রের সকল কিছুর মালিক জনগণ। কোন দফতর মালিকানা দাবী করে জনগণের উন্নয়ন আটকে রাখতে পারেন না।
×