ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ জানুয়ারি ২০২০

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে  তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি

অনলাইন ডেস্ক ॥ হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ন্যূনতম এক ম্যাচ জেতার সুযোগও বাংলাদেশ পায়নি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বেরসিকের মতো বাদ সেধেছে বৃষ্টি। বৃষ্টির কারণে টস করাই যায়নি। ম্যাচ শুরু হওয়ার সম্ভাব্য শেষ সময় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা ধরা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৫টার মধ্যে খেলা শুরু করা না গেলে এ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হবে—এমনটা বলা হয়েছিল। বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল।
×