ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন বিশ্ববিদ্যালয়কে ৩০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৪২, ২৭ জানুয়ারি ২০২০

 তিন বিশ্ববিদ্যালয়কে ৩০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ কোটার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ইস্টার্ন, সাউথ ইস্ট ও বাংলাদেশ ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ১০ লাখ করে ৩০ লাখ টাকা জারিমানা করেছে আপীল বিভাগ। জরিমানার টাকা বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে দিতে হবে। এই টাকা পরিশোধের রসিদ আদালতে দাখিল করলেই ভর্তিকৃত অতিরিক্ত শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় সুযোগ পাবেন। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছে। আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান। আর বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ছিলেন এ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
×