ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তিনজন গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২০

 রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর ও উত্তরা এলাকায় থেকে ১৬৭২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃরা হচ্ছে, আব্দুস সালাম (৫৬), মুকুল হোসেন (২০) ও আনোয়ার হোসেন (৪০)। র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে। র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি কামরুজ্জামান জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে দু’টি ট্রাকে করে ফেন্সিডিলের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এর প্রেক্ষিতে রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় টহল বাড়ানো হয়। পরে সেখানে অভিযান চালিয়ে ১১৭২ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে আরও ৫০০ বোতল ফেনসিডিলসহ আরেকজনকে আটক করা হয়। এএসপি কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত। তারা কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ফেন্সিডিলের চালান দেশে নিয়ে আসে। এরপর বিভিন্ন পণ্যবাহী ট্রাকে করে চালানগুলো ঢাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
×