ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিযায়ী পাখি উদ্ধার

প্রকাশিত: ১০:৫২, ২৩ জানুয়ারি ২০২০

 পরিযায়ী পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিকারির কাছ থেকে পরিযায়ী পাখি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে পবা উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯টি খয়রা চখাচখি উদ্ধার করে রাজশাহী বিভাগীয় বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। পাখিগুলো রাজশাহীর বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও শীত শুরুর আগেই রাজশাহীর পদ্মার চর সংলগ্ন বিভিন্ন এলাকায় ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে পরিযায়ী পাখি। পদ্মার পাড় জুড়ে এসব পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে ওইসব এলাকা। এ সুযোগে শৌখিন ও পেশাদার শিকারিরা বন্দুক, বিষটোপ ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন করে। পরিযায়ী পাখি শিকার আইনগতভাবে নিষিদ্ধ থাকলেও শিকারিরা তা মানছেন না।
×