ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু, মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৩:২৯, ২০ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু, মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ মুজিববর্ষ, প্রধানমন্ত্রী ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী নান্দাইলের সাবেক পৌরসভার মেয়র ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ। আজ সোমবার বেলা ১২টার দিকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মামুন উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। জানা গেছে, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এএফএম আজিজুল ইসলামকে রবিবার রার ৯টার দিকে তাঁর পৌসভার বাসভবন থেকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে মুজিববর্ষ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য ফেসবুকে আপলোড করার অভিযোগ উঠেছে। পরে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় বাদী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মামুন। খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের হাতে আটক হওয়ার আগ পর্যন্ত বিএনপির এই নেতার মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভাইরাল করে আজিজুল ইসলামের গ্রেফতার ও বিচার দাবি করেন। এরই প্রেক্ষিতে রবিবার রাতে তাঁকে আটক করা হয়েছিল। তিনি ফেসবুকে মন্তব্য করেন, ‘যে মুজিবের শাসন আমলে ৭৪ এর দুর্ভিক্ষের মতো গজবে আমার স্বাধীন বাংলার মানুষ অনাহারে মারা গিয়েছিল। সে মুজিবের শতবর্ষে আবারো আমার মনে পড়ে যায় বিখ্যাত কবি রফিক আজাদের কথা...‘ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাবো’ আর আমি বলবো স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দে হারামজাদী নইলে মুজিববর্ষ চিবিয়ে খাবো।’ এ লেখার পরপরই ঘটনাটি অনেকের নজরে পড়ে। এ অবস্থায় তাঁর এই স্ট্যাটাস নিয়ে ঝড় বইতে থাকে। এই বিষয়ে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, পিকুলকে গ্রেফতারের পর সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন মামলার বাদী হয়েছেন।
×