ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

প্রকাশিত: ১১:১৭, ১৬ জানুয়ারি ২০২০

বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

সংবাদদাতা, সাভার, ১৫ জানুয়ারি ॥ আশুলিয়ায় বাসা ভাড়া দিতে না পারায় স্বামীকে আটকে রেখে পোশাক কর্মী স্ত্রীকে (২৪) পালাক্রমে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় অভিযুক্ত অন্য সহযোগীরা পলাতক রয়েছে। বুধবার দুপুরে আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ি থেকে অভিযুক্ত বাড়ির মালিক মোঃ কালামকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে একই বাড়িতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মোঃ কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগী ওই নারী পশ্চিম জামগড়া এলাকায় মোঃ কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করেন। রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। গভীর রাতে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সহযোগী নিয়ে ডিসেম্বর মাসের ২ হাজার টাকা ভাড়ার জন্য তার কক্ষে আসে। কারখানা থেকে বেতন না পাওয়ায় বাড়ির ভাড়া পরিশোধের জন্য সময় চান তিনি। এ সময় বাড়ির মালিকের দুই সহযোগী তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। এবং তার স্বর্ণের চেইন, কানের দুল ও নাক ফুল খুলে নেয়। এরপর তিন জন তার হাত-পা চেপে ধরে ও বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি তিনজন পরবর্তীতে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। পরে বুধবার সকালে তিনি আশুলিয়া থানায় এসে অভিযোগ করলে অভিযুক্ত বাড়ির মালিক কালামকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।
×