ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে ভিক্ষুক সংখ্যা আড়াই লাখ ॥ পুনর্বাসনে বরাদ্দ ৪ কোটি টাকা

প্রকাশিত: ১১:৪৭, ১৪ জানুয়ারি ২০২০

দেশে ভিক্ষুক সংখ্যা আড়াই লাখ ॥ পুনর্বাসনে বরাদ্দ ৪ কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ সরকারের বিভিন্ন শাখার তথ্য অনুযায়ী দেশে আড়াই লাখ ভিক্ষুক রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এই ভিক্ষুকদের পুনর্বাসনে চলতি অর্থ বছরে চার কোটি টাকা বাজেট বরাদ্দ রয়েছে বলেও তিনি জানান। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশে ভিক্ষুকের সংখ্যা নির্ধারণের জন্য সমন্বিতভাবে কোন জরিপ পরিচালিত হয়নি। তবে বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে জরিপ পরিচালিত হচ্ছে। দেশের সকল জেলায় জেলা প্রশাসক ও উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় হতে ভিক্ষুক পুনর্বাসনের জন্য প্রাপ্ত চাহিদাপত্রে মোট আড়াই লাখ ভিক্ষুক রয়েছে বলে জানা যায়। এ ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য মোট ৪৫০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীতে প্রাপ্ত ৩ কোটি টাকা জেলা সমূহে পাঠানো হয়। ২০১৯-২০ অর্থবছরে ৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ তথ্য অনুসারে দেশের দশমিক ১৭ ভাগ মানুষ ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ভিক্ষুক পুনর্বাসনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে জেলাসমূহে জেলা প্রশাসকদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
×