ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বনাঞ্চলের লেক পাড়ের বালু বিক্রি

প্রকাশিত: ০৯:৩১, ৬ জানুয়ারি ২০২০

 বনাঞ্চলের লেক পাড়ের বালু  বিক্রি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ জানুয়ারি ॥ এবার খাজুরার লেম্বুরচর সংরক্ষিত বনাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া লেকের পাড়ের বালু কেটে নেয়া হচ্ছে। প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকা ভরে এ বালু একটি মহল আলীপুরে এনে বিক্রি করছে। ফলে লেকপাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। পাল্টে যাচ্ছে লেকের ধরন। শনিবার সকালে দুই ব্যক্তি বালু কেটে ট্রলার বোঝাই করছিল। তারা কারও নাম বলতে নারাজ। চুপচাপ বালু কেটে নেয়। তবে শুধু এটুকই বলেছে এ বালু তারা মৎস্য বন্দর আলীপুরে নিয়ে বিক্রি করছে। ফি-দিন অসংখ্য পর্যটক-দর্শনার্থী কুয়াকাটা সৈকত থেকে ওই লেকপাড় পর্যন্ত ঘুরে বেড়ান। ওখানে লাল কাঁকড়ার বিচরণ রয়েছে। নৈসর্গিক দৃশ্য অবলোকন করেন পর্যটকরা। বালু কাটার কারণে লেকপাড়ে অসংখ্য ডোবার আকৃতি হয়ে গেছে। যেখানটায় বালু কাটা হচ্ছে তার অদূরেই সংরক্ষিত বনাঞ্চল। আর ক্রমশ ম্যানগ্রোভ প্রজাতির গাছপালার চারা প্রাকৃতিকভাবে ওই পাড়ে বেড়ে উঠছে। বাড়ছে বনাঞ্চলের আয়তন। এ বিষয়ে খাজুরা বনাঞ্চলের বিট অফিসার মোঃ আল-আমিন জানান, তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
×