ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ক্রিকইনফোর দশকসেরা একাদশ

তিন অঙ্গনেই বিরাট কোহলির রাজত্ব

প্রকাশিত: ১১:৪৮, ২ জানুয়ারি ২০২০

তিন অঙ্গনেই বিরাট কোহলির রাজত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ অবিশ্বাস্য, অনন্য, অসাধারণ কোন বিশেষণই তার জন্য যথেষ্ট নয়। গত এক দশকে বিরাট কোহলি কেবল ভারতীয় ক্রিকেটেই নয়, বিশ্বক্রিকেটের সমীকরণটাই বদলে দিয়েছেন। একজন ব্যাটসম্যান টেস্ট, ওয়ানডে, টি২০Ñ ক্রিকেটের সব অঙ্গনে এতটা সফল হতে পারেন এমন ধারণা আগে ছিল না। তাই তো ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএনক্রিকইনফোর গত এক দশকের সব ফরমেটেই জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক। অতিমানবীয় কোহলি এই সময়ে ওয়ানডেতে ৪২টি সেঞ্চুরি ও ৫২ হাফ সেঞ্চুরিতে করেছেন ১১১২৫ রান। টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরিতে ৭২০২। আর টি২০তে ২৬৩৩, হাফ সেঞ্চুরি ২৪টি। তাই তিন ফরমেটেই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন সুপার উইলোবাজ। কেবল ক্রিকইনফো নয়, উইজডেনসহ সাবেক ক্রিকেটারদের দশকসেরা তালিকাতেও ছিলেন ৩১ বছর বয়সী কোহলি। ২০০০ থেকে ২০০৯Ñ পুরুষদের তিন ফরমেটের পাশাপাশি মেয়েদের সেরা একাদশও প্রকাশ করেছে ক্রিকইনফো। কোহলির মতোই তিন ফরমেটে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার ব্যাটস্যানর এবি ডি ভিলিয়ার্স। আর টি২০তে সেরা ১১ জনের মধ্যে ৫ জনই ওয়েস্ট ইন্ডিজেরÑ ক্রিস গেইল, ডোয়াইন ব্র্যাভো, সুনীল নারাইন, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। পাওয়ার ক্রিকেটের পসরা সাজিয়ে যারা এ সময়ে রেকর্ড দু’দুটি টি২০ বিশ্বকাপ জিতেছেন। আর টেস্ট স্কোয়াডে রয়েছেন এ্যালিস্টার কুক, কেন উইলিয়ামসনের মতো তারকা। আছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, এভি ডি ভিলিয়ার্স, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, এই দশকের সেরা পেসার জেমস এ্যান্ডারসন, ডেল স্টেইন ও লঙ্কান গ্রেট রঙ্গনা হেরাথ। ওয়ানডে ও টি২০ দুই ফরমেটে অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি। টেস্ট দলের অধিনায়ক কোহলি। সেরা নারী দলের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান তারকা মেগ ল্যানিংকে। ইএসপিএন ক্রিকইনফোর ২৩ জন বিশেষজ্ঞের প্যানেল এই তিন ফরমেটের দল নির্বাচন করেছেন। ক্রিকেটারদের বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ছিল একটাই। ছয় বছর আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় থাকতে হবে নিয়মিত। ন্যূনতম ৫০টি টেস্ট, ৭৫টি ওয়ানডে এবং ১০০টি টি২০ ম্যাচ খেলেছেন। দশকসেরা টেস্ট একাদশ ॥ ডেভিড ওয়ার্নার, এ্যালিস্টার কুক, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, এবি ডি ভিলিয়ার্স, রবিচন্দ্রন অশ্বিন, জেমস এ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথ। দশকসেরা ওয়ানডে একাদশ ॥ হাশিম আমলা, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেইলর, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা ও ইমরান তাহির। দশকসেরা টি২০ একাদশ ॥ ক্রিস গেইল, সুনীল নারাইন, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, লাসিথ মালিঙ্গা ও জাসপ্রিত বুমরাহ। দশকসেরা নারী একাদশ ॥ স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), সুজি বেটস (ইউজিল্যান্ড), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), মিতালি রাজ (ভারত) সারা টেইলর (ইংল্যান্ড, উইকেটরক্ষক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দিয়ান্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), ড্যান ভ্যান নিকার্ক (দক্ষিণ আফ্রিকা), আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড), ঝুলন গোস্বামী (ভারত) ও আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ)।
×