ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত

প্রকাশিত: ১১:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৯

বন্দুকযুদ্ধে মাদককারবারি নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডার সাঁতারকুলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রনি মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। র‌্যাব জানায়, নিহত রনি মিয়া মাদককারবারি ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রয়েছে। র‌্যাব-১-এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর টহল দল জানতে পারে, বাড্ডা থানাধীন মগরদিয়া সাঁতারকুল এলাকায় মাদককারবারিরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে র‌্যাবের টহল দল সেখানে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদককারবারি গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা ওআইসির জনকণ্ঠ ডেস্ক ॥ ২০২০ সালের জন্য ঢাকাকে ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব সংগঠন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ)। ইস্তান্বুলে আইসিওয়াইএফের সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র শনিবার এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ২৫ ডিসেম্বর তুরস্কে চতুর্থ যুব ও ক্রীড়া মন্ত্রীদের ইসলামিক সম্মেলনে ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে একটি চিঠিও দিয়েছে আইসিওয়াইএফ। আগামী বছরের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় নানা কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। -বাংলানিউজ
×