নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ ডিসেম্বর ॥ জেলার কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের ২৫ বছরপূর্তি (রজতজয়ন্তী) উৎসব শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করা হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে একতা নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মানস করের নির্দেশনায় বরণ সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, সমাজসেবক জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ সৈয়দ আবুল ফারুক, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইনসাফ আলী প্রমুখ।
শাকরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়
নিজস্ব সংবাদাদাতা লাকসাম থেকে জানান, লালমাই উপজেলা শাকরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১৯৭২ সাল থেকে ২০১৯ সালের স্কুল গ্র্যাজুয়েটদের প্রথম পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী শাকরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণ পরিবেশে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের অফিসার মোঃ সামছুল আলম, কমিটির সদস্য সচিব স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডাঃ আব্দুল মজিদ শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ঐতিহ্যবাহী এ বিদ্যালয় থেকে পাস করে পরবর্তীতে উচ্চ শিক্ষা লাভ করার পর ছাত্র-ছাত্রীদের অনেকেই চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ও বাংলাদেশ সিভিল সার্ভিসসহ রাষ্ট্রের বিভিন্ন মর্যাদাপূর্ণ পেশায় নিয়োজিত থেকে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন। এ পুনর্মিলন অনুষ্ঠানে ১৯৭২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রাণের মিলনমেলায় পরিণত হয়েছে। এ মিলনমেলায় বিদ্যালয়ে ছাত্র, শিক্ষক , শিক্ষার্থী, অভিভাবক ও মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিকতায় সু-সম্পর্ক সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নে এ বিদ্যালয় আরও সুদূরপ্রসারী হবে। পরে সন্ধ্যায় এ মিলনমেলা ঘিরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সকাল ১০টায় নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আমিনুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ।