ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতের নির্দেশে তাড়াইলে মৃত্যুর ৩৫ দিন পর লাশ উত্তোলন

প্রকাশিত: ১১:৩৯, ২৬ ডিসেম্বর ২০১৯

আদালতের নির্দেশে তাড়াইলে মৃত্যুর ৩৫ দিন পর লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৫ ডিসেম্বর ॥ তাড়াইলে আদালতের নির্দেশে মৃত্যুর ৩৫ দিন পর আলমগীর হোসেন (৩০) নামে এক তরুণের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ও ভিসেরা রাসায়নিক পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার তাড়াইলের ইউএনও মোঃ তারেক মাহমুদ ও মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহীন, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মামলার বাদীসহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তাড়াইল উপজেলার কালনা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলমগীর হোসেন গত ১৯ নবেম্বর দুপুরে মারা যাওয়ার পর তার লাশ তাড়াইল কবরস্থানে দাফন করা হয়। পরে মৃত্যুর ২২ দিন পর গত ১১ ডিসেম্বর নিহতের ছোট বোন দ্বীপা আক্তার বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত, ময়নাতদন্ত রিপোর্ট ও ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেয়। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ ডিসেম্বর ॥ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেড় বছরের তাহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলা হাসপাতালে শিশুটি মারা যায়। চিকিৎসকের দাবি শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। জানা গেছে, রাজৈর উপজেলার বেপারিপাড়া গ্রামের ফ্রান্স প্রবাসী শামীম হোসেনের দেড় বছরের শিশুকন্যা তাহা তিনদিন আগে ঠা-াজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে তাকে ডাক্তার দেখানো হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র ম-ল জানান, তাহা নামে এক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছে।
×