ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর যুদ্ধজাহাজের সাংহাই ত্যাগ

প্রকাশিত: ১১:৩৬, ২৪ ডিসেম্বর ২০১৯

নৌবাহিনীর যুদ্ধজাহাজের সাংহাই ত্যাগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত দুটি যুদ্ধজাহাজ সোমবার সাংহাই বন্দর ত্যাগ করেছে। নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর উপস্থিতিতে পলি টেকনোলজি ইন্ডাস্ট্রি কোম্পানির প্রতিনিধি সাংহাইয়ে সেনজিয়া শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্রিগেট দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। সোমবার নৌবাহিনীর জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, ‘ওমর ফারুক’ ও ‘আবু উবাইদাহ’ নামের ফ্রিগেট দুটি সোমবার চীনের সাংহাই সেনজিয়া শিপইয়ার্ড ত্যাগ করেছে। এগুলো বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরিত হয় গত ১৮ ডিসেম্বর। আধুনিক এই যুদ্ধজাহাজ দুটির প্রতিটি দৈর্ঘ্যে ১১২ মিটার এবং প্রস্থে ১২ দশমিক ৪ মিটার, যা ঘণ্টায় সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম।
×