ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চালু হচ্ছে ঢাকা-সিকিম সরাসরি বাস সার্ভিস

প্রকাশিত: ১৩:০১, ১০ ডিসেম্বর ২০১৯

চালু হচ্ছে ঢাকা-সিকিম সরাসরি বাস সার্ভিস

জনকণ্ঠ ডেস্ক ॥ পর্যটকদের যাতায়াত সহজ করতে ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বিআরটিসির বাস সার্ভিস। ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে সিকিম যাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস। খবর ওয়েবসাইটের। ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম থাকবে বলে জানা গেছে। বিআরটিসি সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থেকে বিআরটিসির দুটি বাস সিকিম ও দার্জিলিংয়ের পথে রওনা দেবে। ১ হাজার ১৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিকিম পৌঁছবে বাসগুলো। পাঁচ দিনের সফর শেষে ১৬ ডিসেম্বও দেশে ফিরে আসবে বাসগুলো। বিআরটিসির চেয়ারম্যান এহছানে এলাহী বলেন, ঢাকা-সিকিম রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা ও নিয়মিত বাস চালু করতেই ট্রায়াল রানটি চালানো হবে।
×