ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারটি দক্ষ প্রতিষ্ঠানকে নিবন্ধন দিল এনএসডিএ

প্রকাশিত: ১২:০৭, ৬ ডিসেম্বর ২০১৯

চারটি দক্ষ প্রতিষ্ঠানকে নিবন্ধন দিল এনএসডিএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানব সম্পদ উন্নয়নে চারটি দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) আওতাধীন এনএসডিএ একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ ধরনের নিবন্ধন দিয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), বাংলাদেশ শিল্পকারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুলকে নিবন্ধন সনদপত্র হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোঃ আবদুল হালিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) মোঃ ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজিবুর রহমান বলেন, নতুন প্রযুক্তি গ্রহণের পাশাপাশি কাক্সিক্ষত স্তরে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষ মানব সম্পদ তৈরিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে উত্তরণ করার জন্য হালনাগাদ প্রযুক্তি ব্যবহার করে দেশে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের কর্মশক্তিকে বিদেশের বাজারে প্রেরণ জরুরী। মোঃ ফারুক হোসেন বলেন, এনএসডিএ প্রশিক্ষণ সংস্থাগুলোর নিবন্ধন গাইড লাইনস ২০১৯ অনুসারে যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করেছে।
×