ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সভা

প্রকাশিত: ১১:৪৮, ৫ ডিসেম্বর ২০১৯

বিশ্ব এজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সভা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৪ ডিসেম্বর ॥ জানুয়ারি মাসে টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বুধবার এজতেমা ময়দানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সেবা সংস্থার যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এজতেমার শীর্ষস্থানীয় মুরব্বিরাও অংশগ্রহণ করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, র‌্যাব-১ এর সিইও লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার নাবিলা জাফরিন রিনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম আজাদ মিয়া, র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস গাজীপুর-২ জোনের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান, এজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মেজবাহ উদ্দিন খন্দকার, মাহফুজুর রহমান, প্রকৌশলী নূর মোহাম্মদ, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, পূর্ব থানার ওসি মোঃ কামাল হোসেন, টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সভায় বিশ্ব এজতেমাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার লক্ষ্যে আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এজতেমার মুরব্বিরাও তাদের মতামত তুলে ধরেন। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হওয়াা বিশ্ব এজতেমা দু’পর্বে ৩ দিন করে ৫ দিন বিরতি দিয়ে ১৯ জানুয়ারি শেষ হবে।
×