ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে জিরোলাইনে বিএসএফের ছাউনি স্থাপন

প্রকাশিত: ০৯:৩০, ৩ ডিসেম্বর ২০১৯

  রাজশাহী সীমান্তে  জিরোলাইনে  বিএসএফের  ছাউনি স্থাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সীমান্তের জিরোলাইন বা নোম্যান্সল্যান্ডের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি অস্থায়ী ছাউনি স্থাপন করায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানি পর্যায়ে ইতোমধ্যে প্রতিবাদ জানাতে চিঠি ও বার্তা পাঠালেও বিএসএফ তা গ্রহণ করেনি। রাজশাহীর গোদাগাড়ীর সাহেবনগর সীমান্তে শুক্রবার গভীর রাতে বিএসএফ এ চৌকিটি স্থাপন করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছে, বিএসএফ যেখানে অস্থায়ী চৌকিটি করেছেন, সেই জায়গাটি বাংলাদেশ সীমান্তের ভেতরেই পড়ে। রাজশাহীর ১ বিজিবি ব্যাটালিয়নের অধীন ডেলটা কোম্পানির কমান্ডার নায়েব সুবেদার শওকত আলী জানান, বিএসএফ জিরোলাইনের ৭০ মিটারের ভেতরে অস্থায়ী ছাউনিটা করেছে, সেটি নোম্যান্সল্যান্ডের ওপর।
×