ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫০ লাখ টাকার অবৈধ বন্ডেড ফেব্রিক্সসহ দুই কাভার্ড ভ্যান আটক

প্রকাশিত: ১১:০৩, ২৭ নভেম্বর ২০১৯

৫০ লাখ টাকার অবৈধ বন্ডেড ফেব্রিক্সসহ দুই কাভার্ড ভ্যান আটক

স্টাফ রিপোর্টার ॥ বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক কর ফাঁকি প্রতিরোধে চালানো এক অভিযানে ফেব্রিক্স বোঝাই দুটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকায় ধাওয়া করে ভ্যান দুটোকে জব্দ করে ঢাকা বন্ড কমিশনারেট। সহকারী কমিশনার আল আমিনের নেতৃত্বে ওই দলটি গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। তিনি জানান, সাভারের বাইপাইল এলাকা থেকে অবৈধ বন্ডেড ফেব্রিক্স নিয়ে গাড়ি দুইটি পুরান ঢাকার ইসলামপুর বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটে যাচ্ছিল। প্রায় ৬ ঘণ্টা গোপন অনুসরণ এবং ধাওয়া করে রাতে কলাবাগান এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে গাড়ি দুইটি আটক করা হয়। আটক গাড়ি দুটো হচ্ছে- ঢাকা মেট্রো ন-১৩-১৫৭২ ও ভোলা মেট্রো ন-১১-০১২০। গাড়িতে বিভিন্ন ধরনের মোট ৪৬১ রোল ফেব্রিক্স পাওয়া যায়। আটক পণ্যের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। যার বিপরীতে আদায়যোগ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা। অবৈধ বন্ডেড ফেব্রিক্সের উৎস, মাধ্যম এবং গন্তব্য চিহ্নিত করাসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×