ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-পিএসজি মহারণ

প্রকাশিত: ১২:০৩, ২৬ নভেম্বর ২০১৯

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-পিএসজি মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৮ সেপ্টেম্বর প্যারিসে স্বাগতিক দল প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মিশন শুরু করে রিয়াল মাদ্রিদ। আসরের সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নদের পরের ম্যাচেও ধুকতে হয়। এরপর অবশ্য ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে খেলার কাছাকাছি পৌঁছে গেছে জিনেদিন জিদানের দল। অন্যদিকে অপ্রতিরোধ্য পিএসজি টানা চার ম্যাচ জিতে ইতোমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। ফিরতি লেগের ম্যাচে আজ রাতে দল দু’টি আবারও মুখোমুখি হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে পিএসজিকে হারিয়ে প্রতিশোধসহ নকআউট রাউন্ড নিশ্চিতের মিশনে মাঠে নামছে গ্যালাক্টিকোরা। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে তুরস্কের গালাতসারে ও বেলজিয়ামের ক্লাব ব্রুগে। চোট কাটিয়ে পিএসজির হয়ে মাঠে ফিরেছেন নেইমার। যে কারণে প্যারিসের পরাশক্তিরা পূর্ণশক্তি নিয়েই স্পেন সফরে এসেছে। তবে রিয়াল কোচ জিনেদিন জিদান জয় ছাড়া কিছুই ভাবছেন না। ফরাসী কিংবদন্তি জানিয়েছেন, ম্যাচটি জিতেই তার দল সেরা ষোলোর টিকেট পেতে আত্মবিশ্বাসী। ‘বি’ গ্রুপে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখও টানা চার ম্যাচ জিতে নকআউট রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। দলটি আজ রাতে এ্যাওয়ে ম্যাচে খেলবে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে বাভারিয়ানরা। লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে গ্রুপের আরেক ম্যাচে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের বিরুদ্ধে লড়বে স্বাগতিক টটেনহ্যাম। ম্যাচটি জিতলে স্পার্সদেরও শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়ে যাবে। প্রথম লীগে গ্রীসের মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছিল হ্যারি কেনের দল। এই ম্যাচের মধ্য দিয়ে টটেনহ্যামের হয়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক হচ্ছে কোচ জোশে মরিনহোর। আসরের বর্তমান রানার্সআপরা সদ্যই মাউরিসিও পোচেট্টিনোকে বরখাস্ত করে পর্তুগীজ লৌহমানবকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। স্পার্সদের হয়ে নিজের প্রথম ম্যাচে জয়ও পেয়েছেন মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেকে ৩-২ গোলে হারায় টটেনহ্যাম। এবার ইউরোপ সেরার লড়াইয়েও জয় দিয়ে শুরুর প্রত্যয় স্পেশাল ওয়ানের। ম্যাচটি সামনে রেখে মরিনহো বলেন, আমরা আসরের বর্তমান রানার্সআপ। এই দলটির সর্বোচ্চ সাফল্যেরও দাবি রাখে। তবে এই মুহূর্তে নকআউট রাউন্ড নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। আশা করছি জিতে সেই লক্ষ্য পূরণ হবে। ‘সি’ গ্রুপের ম্যাচে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি মাঠে নামছে নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিটিজেনরা ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর কিয়েভে এই দলটিকেই ৩-০ গোলে হারিয়ে মিশন শুরু করেছিল ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। গুঞ্জন রয়েছে মৌসুম শেষে সিটি ছাড়তে যাচ্ছেন সিটি কোচ পেপ গার্ডিওলা। যদিও গত সপ্তাহে ৪৮ বছর বয়সী এই তারকা কোচ বিষয়টি উড়িয়ে দিয়েছেন। এবার মৌসুমের শুরু থেকেই শিষ্যদের চাপ দিচ্ছেন না সাবেক বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখ কোচ। গার্ডিওলা বলেছন, আমি মনে করি আমাদের সমাজ, আমাদের সন্তান, আমাদের তরুণদের সামনে মোটেই ভাল কোন বার্তা নয় যে জয়টাই মুখ্য। যারা জয়ী হবে তারাই সব থেকে নির্ভুল। বিষয়টা আসলে মোটেই তা নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সকলের প্রচেষ্টা, প্রতিশ্রুতি, পরিস্থিতি। এভাবে আসলে সামনে এগিয়ে যাওয়া যায় না। আমি আমার খেলোয়াড়দের বলেছি, তোমরা তোমাদের কাজ কর, দেখা যাক ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কি হয়। ওই সময় বোঝা যাবে আমরা কোন অবস্থানে আছি। যদি আমরা অনেক দূরে থাকি সেটাও মেনে নেব। তখন আমরা আগামী মৌসুমের জন্য চেষ্টা করব। ‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে নকআউট রাউন্ড নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দলটি আজ রাতে শীর্ষস্থান সুসংহত রাখতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের। ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পাওলো দিবালারা। মাদ্রিদে দু’দলের প্রথম সাক্ষাত অমীমাংসিত থেকেছিল ২-২ গোলে। ম্যাচটি জিতে বা ড্র করে পরের রাউন্ডে খেলার সুযোগ আছে কোচ দিয়াগো সিমিওনের এ্যাটলেটিকোর।
×