ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন মেশিন আমদানি করবে দেশ গার্মেন্টস

প্রকাশিত: ০৯:২৬, ২৫ নভেম্বর ২০১৯

 নতুন মেশিন আমদানি  করবে দেশ  গার্মেন্টস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন অটোমেটিক সুইং মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকা অনুমোদন করেছে। সূত্র জানায়, নতুন সুইং মেশিনের মাধ্যমে কোম্পানিটি বিদ্যমান প্রডাকশন ফ্লোরের আরেকটি লাইনে উৎপাদন বাড়াবে। এই প্রকল্পে কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটি যমুনা ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন প্রকল্পে অর্থায়ন করবে। প্রসঙ্গত, দেশ গার্মেন্টস গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৬৭ পয়সা (রিস্টেটেড)। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সা (রিস্টেটেড)।
×