ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিক্ষোভের মধ্যে ইরাকে মাইক পেন্সের আকস্মিক সফর

প্রকাশিত: ০০:০৮, ২৪ নভেম্বর ২০১৯

বিক্ষোভের মধ্যে ইরাকে মাইক পেন্সের আকস্মিক সফর

অনলাইন ডেস্ক ॥ কয়েক সপ্তাহ ধরেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরাক। এর মধ্যেই ইরাকে আকস্মিক সফর করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। দেশের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এটাই মাইক পেন্সের প্রথম ইরাক সফর। শনিবার ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সঙ্গে ফোনে আলাপ করেছেন তিনি। এছাড়া ইরবিলের নেরচিনভান বারজানি এলাকায় প্রেসিডেন্ট বারহাম সালিহর সঙ্গে দেখা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, মাইক পেন্স ও আদেল আবদুল মাহদির মধ্যে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তেল সমৃদ্ধ দেশটিতে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া উত্তেজনা কীভাবে সমাধান করা যায় সে বিষয়েও কথা বলেছেন তারা। ইরবিলে সফরকালে সাংবাদিকদের উদ্দেশে পেন্স বলেন, ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান রয়েছে যুক্তরাষ্ট্রের এবং আবদুল মাহদি তাকে নিশ্চয়তা দিয়েছেন যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর ইরাকের নিরাপত্তা বাহিনী কোনো বল প্রয়োগ করবে না।
×