ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিসিবির পেঁয়াজ বিক্রিতে নিরাপত্তা চান ডিলাররা

প্রকাশিত: ১১:৫০, ২৪ নভেম্বর ২০১৯

 টিসিবির পেঁয়াজ বিক্রিতে নিরাপত্তা চান ডিলাররা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সড়কে ট্রাক আটকে পড়ায় রাজশাহীতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পেঁয়াজ নির্ধারিত সময়ে পৌঁছতে না পারায় শনিবার খোলাবাজারে বিক্রি হয়নি। তবে রবিবার থেকে নগরীর পাঁচটি পয়েন্টে খোলা বাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হবে বলে ঘোষণা দিয়েছে টিসিবি। এদিকে ডিলাররা বলছেন, যেভাবে পেঁয়াজের চাহিদা রয়েছে, তা খোলা বাজারে কম দামে বিক্রি করা কঠিন। কারণ দরিদ্র মানুষরা এসে ভিড় জমাবে। তখন বিশৃঙ্খলা হতে পারে। এ জন্য ট্রাকে বিক্রির সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা দাবি করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষণা অনুযায়ী রাজশাহী নগরে শনিবার থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির কথা ছিল। তবে শেষ পর্যন্ত এদিন খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু যায়নি। কারণ পেঁয়াজের ট্রাক এসে পৌঁছেনি। তাই সবকিছু ঠিকঠাক করেও পিছু হটলো টিসিবি। তবে রবিবার থেকে নগরীতে এ কার্যক্রম শুরু হতে পারে। টিসিটির রাজশাহী অফিস প্রধান প্রতাপ কুমার শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতাপ কুমার জানান, শুক্রবার রাজশাহীতে পেঁয়াজ আসার কথা ছিল। এরই মধ্যে দুটি ট্রাকে পেঁয়াজ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছে। কিন্তু সকাল সাড়ে ৯টায় ট্রাক দুটি টাঙ্গাইল পার হচ্ছিল। ফলে রাজশাহীতে এসে পৌঁছতে বিকেলে গড়িয়ে যাবে। তাই আজকে (শনিবার) তা সাধারণ গ্রাহকদের মাঝে বিক্রি করা সম্ভব হবে না। তবে রবিবার গ্রাহকরা পেঁয়াজ পাবেন ৪৫ টাকা কেজি দরে। প্রতিদিন একজন গ্রাহক এক কেজি করে কিনতে পারবেন। এদিকে টিসিবির ডিলার ওয়াসিম কবির জানান, টিসিবি থেকে পেঁয়াজ নেয়ার জন্য তিনি বৃহস্পতিবার ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন। শনিবার থেকে পেঁয়াজ বিক্রির কথা ছিল। কিন্তু তা হলো না। তবে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির জন্য তিনি পুলিশের নিরাপত্তা চেয়েছেন বলেও জানান। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে গত কয়েকদিন ধরে পেঁয়াজের দাম সারাদেশে কমতে শুরু করলেও এখনও কুড়িগ্রামে পেঁয়াজের দাম অনেক চড়া হওয়ায় ক্রেতা সাধারণ ক্ষুব্ধ। জেলার ৯ উপজেলায় নতুন পাতা পেঁয়াজের আবাদ হলেও বাজারে দাম কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইতোমধ্যেই এ পেঁয়াজ বাজারে আসতে শুরু করলেও দাম চরা। ফলে বিক্রেতারা খুশি হলেও ক্রেতারা অত্যন্ত ক্ষোভ জানিয়েছেন। জেলা শহরের জিয়া বাজার ও পৌরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শনিবার সকাল থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২শ থেকে ২২০ টাকায়। আর নতুন পাতাওয়ালা পেঁয়াজ বাজারে বেশ নামলেও সেগুলো বিক্রি হচ্ছে দেড়শ টাকা দরে। তবে ক্রেতারা দূষছেন বাজার মনিটরিং না থাকাকে।
×