ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অগ্রযাত্রা বিস্ময়কর ॥ ইন্দিরা

প্রকাশিত: ১২:৪০, ১৬ নভেম্বর ২০১৯

বাংলাদেশের  অগ্রযাত্রা  বিস্ময়কর ॥ ইন্দিরা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বের কাছে বিস্ময়কর। দেশ আজ তরতর করে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় আমাদের ভূমিকা রাখতে হবে। নিজেদের কল্যাণে কাজ করতে হবে। দেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর কল্যাণে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের ভূমিকা রাখতে হবে। তিনি শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্সে ক্লাবের জেলা-১ কনভেনশনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এপেক্সের জেলা-১ গবর্নর মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী এমপি, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহীন, এপেক্সে ক্লাবের জাতীয় সভাপতি এমএ কাইয়ুম চৌধুরী ও বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির (বিসিএমএ) সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ সেলাই মেশিন বিতরণ করেন এবং ডিসি পার্কে জনসাধারণের জন্য সুপেয় পানি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন।
×