ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘুমের ঘোরে ছবি আঁকেন

প্রকাশিত: ১০:৪১, ৯ নভেম্বর ২০১৯

ঘুমের ঘোরে ছবি আঁকেন

ওয়েলসের লি হ্যাডউইন (৪৪) মাত্র চার বছর বয়সে হঠাৎ একদিন ঘুমের ঘোরে রং হাতে দেয়ালে ছবি আঁকতে শুরু করেন। প্রথমে তার পরিবারের লোকজন ও তিনি নিজেও বিষয়টি বুঝে উঠতে পারেননি। কয়েক বছর পর হ্যাডউইনের ঘুমিয়ে ঘুমিয়ে ছবি আঁকার বিষয়টি অন্যান্য স্বাভাবিক ঘটনার মতো মেনে নেন তার পরিজনরা। অভ্যস্ত হয়ে গিয়েছিলেন হ্যাডউইনও। পরবর্তীকালে দেয়াল থেকে খাতায়, কাগজে আঁকতে শুরু করেন তিনি। হ্যাডউইন তখন কিশোর। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান তার পাশে একটি কাগজে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর ছবি আঁকা রয়েছে। চমৎকার স্কেচ। ছবিটি দেখেই মুগ্ধ হয়ে যান তিনি। পরে বুঝতে পারেন ছবিটি ঘুমের মধ্যে তিনিই এঁকেছেন। বিশ্বের সব মনোবিজ্ঞানীরা তাকে নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। শেষ পর্যন্ত তারাও মেনে নেন তার বিষয়টি একেবারে আলাদা। মনোবিজ্ঞানীরা জানান, ঘুমের মধ্যে হ্যাডউইনের মস্তিষ্কের লিম্বিক সিস্টেম অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকে। আর সেজন্যই ঘুমের মধ্যে তিনি এমন অসাধারণ ছবি আঁকতে পারেন। এভাবে ছবি আঁকার ফলে শরীরের তেমন কোন ক্ষতি হচ্ছে না। এখনও পর্যন্ত ছয় শ’র বেশি ছবি এঁকেছেন তিনি। ইউরোপের বিভিন্ন দেশে প্রদর্শনীতে তার ছবিগুলো অনেক বেশি দামে বিক্রিও হয়েছে। -জি নিউজ
×