ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবির নেতার বাড়ি থেকে জিহাদী বই ও পাকিস্তানী পতাকা জব্দ

প্রকাশিত: ১০:০৬, ৯ নভেম্বর ২০১৯

শিবির নেতার বাড়ি  থেকে জিহাদী  বই ও পাকিস্তানী  পতাকা জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘা উপজেলার আমোদপুর গ্রামে আইয়ুব আলী নামে এক শিবির নেতার বাড়ি থেকে বিপুলসংখ্যক জিহাদী বইপত্র, চাঁদা আদায়ের কুপন ও পাকিস্তানী পতাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে ১৫ থেকে ২০ জন শিবিরের নেতাকর্মীর গোপন বৈঠক চলার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির নেতারা সটকে পড়ে। পরে আইয়ুবের বাড়ি তল্লাশি করে দুই শতাধিক জিহাদী বই, পাকিস্তানী পতাকা ও দলীয় কুপন জব্দ করা হয়। আইয়ুব আলী রাজশাহী জেলা ছাত্র শিবিরের নেতা ও বাঘা উপজেলা শিবিরের সাবেক সভাপতি। তার পিতার নাম আজগর আলী। পুলিশ জানায়, উপজেলায় এখন জামায়াত-শিবিরের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। তারা চলতি জেএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন আমোদপুর জামে মসজিদে ২০ তরুণ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার উপকরণ সামগ্রী বিতরণ করে। এর এক সপ্তাহ আগে নদীতে ভ্রমণের নামে গোপন বৈঠক ও নৈশ্যভোজ করেছে। সেসব ছবি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি দুর্জয় আলম সবুজ তার ফেসবুকে আপলোড করেছে। স্থানীয়রা জানায়, উপজেলার আমোদপুর গ্রামে জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর বাড়ি হওয়ায় এই গ্রামের মসজিদটি জামায়াত-শিবিরের দখলে। দুই বছর আগে জামায়াতের জেলা আমিরসহ রাজশাহীর সব উপজেলা থেকে আসা ১২ নেতাকে ওই মসজিদ থেকে আটক করা হয়েছিল। ওই এলাকায় এখন শিবিরের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাঘা থানার ওসি (তদন্ত) আতিক রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবির নেতা আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জিহাদী পুস্তক ও পাকিস্তানী পতাকা জব্দ করা হয়েছে।
×