ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

লড়াইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৯:৩৬, ৯ নভেম্বর ২০১৯

 লড়াইঘাট সীমান্তে  বিএসএফের  গুলিতে গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৮ নবেম্বর ॥ মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে সুমন (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে লড়াইঘাট সীমান্তের ওপারে আনুমানিক ৩শ’ গজ ভেতরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শীলগেইট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, চোরাকারবারিরা ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। সে সময় নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামকস্থানে বিএসএফ এক রাউন্ড ফায়ার করেছে। এতে এক গরু চোরাকারবারি নিহত হয়েছে।
×