ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোগাই নদী থেকে বালু উত্তোলন ॥ হুমকিতে নাকুগাঁও সেতু

প্রকাশিত: ১০:০২, ৩১ অক্টোবর ২০১৯

 ভোগাই নদী থেকে বালু উত্তোলন ॥ হুমকিতে নাকুগাঁও সেতু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ অক্টোবর ॥ বারবার নিষেধাজ্ঞার পরও নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে বালু উত্তোলন করায় শেরপুর সীমান্তের নাকুগাঁও ব্রিজসংলগ্ন তীরে ভাঙ্গন শুরু হয়েছে। অচিরেই ওই ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে খোদ ওই ব্রিজটি হুমকির সম্মুখীন হয়ে পড়বে। এদিকে এবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন। বুধবার সকালে উপজেলার নাকুগাঁও ব্রিজ এলাকায় ভোগাই নদীতে ওই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। জানা যায়, সম্প্রতি ভোগাই নদীর নাকুগাঁও ব্রিজের দুপাশে ৫শ মিটার করে মোট এক কিলোমিটার এলাকা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। নিষিদ্ধ ওই সীমানা চিহ্নিত করে লাল পতাকাও ঝুলিয়ে দেয়া হয়। কিন্তু বরাবরই কতিপয় বালু উত্তোলনকারী ওই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চলে আসার পরপরই আবারও নিষিদ্ধ সীমানায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে তারা। সম্প্রতি একই জায়গা থেকে ৫টি মেশিন ধ্বংস করে উপজেলা প্রশাসন। কিন্তু ভ্রাম্যমাণ আদালত চলে আসার কিছু সময় পর আবারও একই স্থানে ৮টি মেশিন বসিয়ে চলছিল বালু উত্তোলন। ফলে নাকুগাঁও ব্রিজ রক্ষায় তৈরি সিসি ব্লক দেবে যেতে শুরু করেছে। ভেঙ্গে পড়েছে নদীর তীর। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী মসজিদের জন্য তৈরি পাইলিং। ফলে বুধবার সকালে আবারও ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি শ্যালোইঞ্জিনচালিত বালু তোলার ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
×