ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:৩৮, ৩০ অক্টোবর ২০১৯

 খুলনায় স্ত্রী হত্যার  দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্ত্রী দীপালী অধিকারীকে হত্যার দায়ে তার স্বামী কালীদাস অধিকারীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা খাঁ বাড়ি এলাকার ১ নং ক্রস রোডের বাসায় দীপালীকে তার স্বামী গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এরপর বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে সে পালিয়ে যায়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ১৬ আগস্ট দীপালীর মরদেহ উদ্ধার করে। পিরোজপুর নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, স্ত্রীকে হত্যার অপরাধে মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামের মৃত আঃ ছত্তারের পুত্র মোঃ আবুল কালামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- ও একলাখ টাকা অর্থদ- প্রদানের আদেশ দিয়েছেন পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন তিনি। জানা গেছে, দ-প্রাপ্ত আসামি আবুল কালাম তার স্ত্রী জেসমিন বেগমকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সে জেসমিনকে পিটিয়ে গুরুতরভাবে জখম করে। স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নেয়ার পথে ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
×