ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করবে জাগরণী টিভি ॥ শুভ খান

প্রকাশিত: ০৯:২৮, ২৮ অক্টোবর ২০১৯

 সাংস্কৃতিক ঐতিহ্য  রক্ষায়  কাজ করবে জাগরণী  টিভি  ॥  শুভ খান

স্টাফ রিপোর্টার ॥ স্যাটেলাইট চ্যানেল জাগরণী টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শুভ খান বলেছেন দেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য লোক সংস্কৃতির ঐতিহ্য পুনরুদ্ধার, সংরক্ষণ এবং প্রচার ও প্রসারে কাজ করবেন। সে লক্ষ্যেই এই প্রতিষ্ঠান বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের ডিজাইনও করা হচ্ছে সে বিষয়টি মাথায় রেখে। অচিরেই এই চ্যানেল অন এয়ারে আসবে। জাগরণী টিভির কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্তরের কর্মীরা সর্বোতভাবে বাংলা সংস্কৃতি ধারণ এবং লালন করেন। তাই তাদের নিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার এবং প্রসারে কাজ করবেন। বাঙালী সংস্কৃতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান বিকাশে সবসময় কাজ করবেন বলে উল্লেখ করেন শুভ খান। সম্প্রতি মগবাজারে জাগরণী টিভির প্রধান কার্যালয়ে চ্যানেলের অনুষ্ঠান প্রধান খ ম খোরশেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভ খান এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী টিভির এইচআর প্রধান কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আনোয়ার শাহী, সাংবাদিক সাজু আহমেদ। কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার পর বক্তব্য রাখেন জাগরণী টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান খ ম খোরশেদ, বার্তা প্রধান হাসান মাসুদ, উপদেষ্টা রকিব হাসান, লিগ্যাল এ্যাডভাইজার মনিরুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপনা ও সঙ্গীত পরিবেশন করেন তরু শাহরিয়ার স্বর্গ।
×