ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃত্রিম পাতা থেকে গ্যাস

প্রকাশিত: ১০:০৭, ২৭ অক্টোবর ২০১৯

  কৃত্রিম পাতা থেকে গ্যাস

জ্বালানি হিসেবে গ্যাসের চাহিদা উর্ধমুখী। প্রতিনিয়ত যে হারে চাহিদা বাড়ছে এতে প্রাকৃতিক বা রূপান্তরিত গ্যাস সরবরাহে অচিরেই সঙ্কটে পড়তে পারে বিশ্ব। এক্ষেত্রে আশার কথা শোনাচ্ছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। তারা এমন একটি পাতা তৈরিতে সক্ষম হয়েছেন, যা থেকে উৎপন্ন হচ্ছে গ্যাস। গবেষকরা বলছেন, এই গ্যাস প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলের পরিবর্তে ব্যবহার করা যাবে। কেমব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক বলছেন, তারা সূর্যালোক, কার্বন ডাই-অক্সাইড ও পানির সংমিশ্রণে কৃত্রিম পাতা তৈরি করেছেন। ওই পাতা থেকে উৎপাদন করছেন বিশুদ্ধ গ্যাস যা ‘সিনগ্যাস’ নামে পরিচিত হচ্ছে। নেচার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, গ্যাস উৎপাদনের সময় ওই কৃত্রিম পাতা প্রকৃতিতে অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড ছেড়ে দেয় না। এমনকি পাতাকে বাঁচিয়ে রাখতে গ্যাসেরও প্রয়োজন হয় না, সূর্যালোকই যথেষ্ট। সিনগ্যাসে আছে হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের সংমিশ্রণ। এর ফলে এটি জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, প্লাস্টিক ও সার তৈরিতে ব্যবহার করা যাবে। সিনগ্যাস তরল জ্বালানি ও গ্যাসের টেকসই বিকল্প হিসেবে কাজ করবে। -সায়েন্স ডেইলি
×