ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে আদিবাসী পরিবার

প্রকাশিত: ০৯:১০, ২৭ অক্টোবর ২০১৯

 ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে আদিবাসী পরিবার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ অক্টোবর ॥ ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে চরম বিপাকে পড়েছে আদিবাসী হদি (ক্ষত্রিয়) সম্প্রদায়ের একটি দরিদ্র পরিবার। সাত্তার মিয়া নামে ওই ব্যক্তি ও তার লোকজন এখন সংখ্যালঘু পরিবারটিকে নানারকম হুমকি-ধামকি দিচ্ছে। চাপ দিচ্ছে মামলা তুলে নেয়ার। কিন্তু ঘটনার ১০ দিনেও স্থানীয় থানা পুলিশ সাত্তার মিয়াকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে, বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামের আদিবাসী হদি সম্প্রদায়ের ওই নারী বাঁশ-বেতের কাজ করেন। তার স্বামী নেত্রকোনা শহরে দিনমজুরি করেন। একই গ্রামের সাত্তার মিয়া প্রায় সময় তাকে পথে-ঘাটে উত্ত্যক্ত করত। কিন্তু দুই সন্তানের জননী ওই নারী কখনও তাতে সায় দেননি। গত ১৭ অক্টোবর সাত্তার মিয়া ওই নারীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলে সত্তার পালিয়ে যায়। পালানোর সময় সে পরিবারটিকে দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার পর গ্রামবাসী সালিশীর আয়োজন করলে সাত্তার উপস্থিত হয়নি। পরে মঙ্গলবার (২২ অক্টোবর) ওই নারী বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই সাত্তার গা ঢাকা দেয়। জানা গেছে, এ রকম ঘটনায় সাত্তারের বিরুদ্ধে আগেও একাধিকবার দরবার-সালিশ হয়েছে। গৃহবধূর স্বজনরা জানান, সাত্তার মিয়া এবং তার লোকজন মামলা তুলে নেয়ার জন্য পরিবারটিকে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের বারহাট্টা শাখার সভাপতি সমীরণ সিংহ অবিলম্বে সাত্তারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
×